Wellcome to National Portal

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়েব র্পোটালে আপনাকে স্বাগতম  অগ্নিকান্ডসহ সকল ধরনের দূর্ঘটনায় ফায়ার সার্ভিসের সেবা গ্রহন করুন হাতীবান্ধা ফায়ার স্টেশনের মোবাইল নম্বর ০১৯০১-০২৩৩৬৭ অথবা হট লাইন-১০২। চলমান শৈত্য প্রবাহে রাস্তায় নিরাপদে যানবাহন চালানোর পরামর্শ ফায়ার সার্ভিসের

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১৬ ই ডিসেম্বর/২০২৪ মহান বিজয় দিবসের ছবি

০১/১০/২০২৪ খ্রিঃ তারিখ উপ-সহকারী পরিচালক লালমনিরহাট মহোদয়ের হাতীবান্ধা ফায়ার স্টেশনের ক্রাশ প্রোগ্রাম

০৭/১১/২০২৪ হাতীবান্ধা থানায় অগ্নি মহড়া (ফায়ার ড্রিল)


শিরোনাম
আগুন/দুর্ঘটনা
বিস্তারিত

 ১। আগুনঃ যদি আপনার বসতবাড়ীতে আগুন লাগে তাহলে হাতীবান্ধা ফায়ার স্টেশনের নাম্বারে (০১৭৪৪-৯৯৯৩০৩) কল করুন। ভয়ভীত বা উত্তেজনা না হয়ে প্রথমে সুস্পষ্টভাবে জায়গার নাম বলুন, কিসের আগুন সেটা বলুন এবং হাতীবান্ধা ফায়ার স্টেশন হইতে কীভাবে  অগ্নিকান্ডে পৌছানো যাবে সেটা বলুন।  

২। দুর্ঘটনাঃ যদি সড়ক দুর্ঘটনা হয় তাহলে হাতীবান্ধা ফায়ার স্টেশনের নাম্বারে (০১৭৪৪-৯৯৯৩০৩) কল করুন। ভয়ভীত বা উত্তেজনা না হয়ে প্রথমে সুস্পষ্টভাবে জায়গার নাম বলুন, কিপ্রকার দুর্ঘটনা হয়েছে সেটা বলুন, যদি বড় দুর্ঘটনা হয় তাহলে যদি কোনো ব্যাক্তি আটকা পরে থাকে সেটা বলুন এবং কত জন আহত হয়েছে সেটা বলুন। 

 

রোগী পরিবহনের ভাড়ার হার নিম্নরুপঃ-

            (ক) ৮ কিলোমিটারের উর্ধ্ব হতে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রতি কল ১৫০/-(একশত) টাকা

                  এবং ২০/-(বিশ) টাকা এসি চার্জ, মোট ১৭০/- (একশত সত্তর) টাকা।  

            (খ) দুরবর্তী/আন্তঃজেলা কলের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ৯/-(নয়) টাকা এবং এসি চার্জ ২০০ টাকা। 

           (গ) এ্যাম্বুলেন্স সার্ভিসের আওতায় লাশ এবং সংক্রামক ব্যাধির রোগী বহন করা হয় না।